ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই পুয়ের্তো রিকোয় ৫টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাদক কারবারিদের মোকাবেলায় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াতে ১০টি এফ-৩৫ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করা এক আলোকচিত্রী শনিবার পুয়ের্তো রিকোর সেইবাতে পুরনো রুজভেল্ট রোড সামরিক ঘাঁটিতে এফ-৩৫ বিমানগুলোকে নামতে দেখেছেন। সাম্প্রতিক সময়ে ওই ঘাঁটিটিতে নানান মার্কিন হেলিকপ্টার, অসপ্রে এয়ারক্রাফটসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য পরিবহন বিমান ও সামরিক কর্মকর্তাদের দেখা গেছে। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে কয়েকদিন আগে হুট করেই শীর্ষ মার্কিন জেনারেলকে সঙ্গে নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পুয়ের্তো রিকো ঘুরে গেছেন; এরপরই এই এফ-৩৫গুলো যুক্তরাষ্ট্রের অধীনে থাকা ক্যারিবীয় ভূখণ্ডটিতে নামল। পুয়ের্তো রিকোয় এফ-৩৫ এর উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, পেন্টাগনের দায়িত্বপ্রাপ্ত এক প্রেস কর্মকর্তা বলেছেন, “এখন...