কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাগগাড়ি পাড়ার তরুণ কৃষক হাসান আলী ৭ বিঘা জমিতে মাল্টা চাষ করে সাফল্য অর্জন করেছেন। এখন তিনি বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই নতুন করে মাল্টা বাগান করছেন। চাষাবাদে লোকসানের ঝুঁকি কম, খরচও তুলনামূলক কম। বাজারে দেশীয় মাল্টার চাহিদা বেশি হওয়ায় এবং স্বাদে সুস্বাদু হওয়ায় গ্রামাঞ্চলে মাল্টা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সরেজমিনে হাসানের বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে থোকায় থোকায় মাল্টা ঝুলছে। হাসান জানান, “আমাদের এলাকায় মাল্টা চাষ করা সম্ভব, এটা আগে ভাবিনি। ২০২১ সালের নভেম্বরে দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা থেকে ৫ জাতের ১,৪০০ চারা এনে ৭ বিঘা জমিতে রোপণ করি। বিশেষ পরিচর্যা ছাড়াই গাছে প্রচুর ফল এসেছে। বাজারের মাল্টার তুলনায় স্বাদে ও গুণে এগিয়ে আমাদের দেশীয়...