ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডেপুটি কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন করা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত। তিনি পাবনা ও ঢাকায় চাকরিরত অবস্থায় সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। এমনকি জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে। এমন একজন পুলিশ কর্মকর্তাকে চুয়াডাঙ্গার মানুষ মেনে নেবে না। চুয়াডাঙ্গাবাসী কোনো ফ্যাসিস্ট চায় না। আমরা মানবিক পুলিশ সুপার...