গাজীপুর মহানগরে গেঞ্জি তৈরির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ১৭ দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মহানগরের চান্দনা এলাকার ওই মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, চন্দনা এলাকায় টিনশেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের চৌরাস্তা...