পঞ্চগড় জেলার আগস্ট মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বোদা থানা। থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়। অবৈধ মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সফলতার কারণে বোদা থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। শনিবার জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ার সন্মাননা স্মারক প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ, আরআই মিজানুর রহমান চৌধুরীসহ...