ভারতের বিপক্ষে আবার মুখোমুখি হওয়ার আগে মোহাম্মদ নওয়াজ যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। পাকিস্তান দলে পোস্টারবয় না হয়েও ব্যাট-বল হাতে ধারাবাহিকতায় তিনি হয়ে উঠছেন দলের অন্যতম ভরসা। মোহাম্মদ নওয়াজের এই গল্প শুরু হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিংরুমে। ভারতের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ ওভার হেরে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেননি নওয়াজ। তখনই অধিনায়ক বাবর আজম এগিয়ে এসে বলেছিলেন, ‘তুমি আমার ম্যাচ-উইনার, সবসময় বিশ্বাস থাকবে তোমার ওপর।’ সেই সমর্থনই হয়তো নতুন নওয়াজকে জন্ম দিয়েছে। তবে পাকিস্তান দলে তার অবস্থান কখনোই খুব স্থায়ী ছিল না। কখনও তিন নম্বর, কখনও ৯ নম্বরে ব্যাট করা, আবার কখনও একেবারেই দলে সুযোগ না পাওয়া— নওয়াজকে যেন সবসময় পরীক্ষামূলক খেলোয়াড় হিসেবেই ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচে দুর্দান্ত অভিষেক ঘটলেও ধারাবাহিক সুযোগ...