জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জয় পেয়েছেন তরিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। তারা ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভোটে প্রতিযোগিতা করেন। গণিত বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র তরিকুল ১৭৪৬ ভোট পেয়ে জাকসুর কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন। তার স্ত্রী ফার্মেসি বিভাগের ৫০ ব্যাচের নিগার সুলতানা ২৯৬৬ ভোট পেয়ে সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) হয়েছেন। তরিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সমাজসেবা সম্পাদকের পদে আছেন এবং নিগার সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন বলে জানিয়েছেন জাকসু জিএস নির্বাচিত হওয়া মাজহারুল ইসলাম। তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার, যার ফল ঘোষণা হয়েছে দুদিন পর শনিবার। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ভিপি এবং ইসলামী ছাত্রশিবিরের মাজহারুল ইসলাম জিএস পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৯টি...