গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। রাশেদ খান বলেন, “যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করব।” গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “এতদিন পার হলেও সিসিটিভি ও ভিডিও ফুটেজ থাকার পরেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তাদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের...