১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দেখা পেলেন টেরেন্স ক্রফোর্ড। 'ফাইট অব দ্যা সেঞ্চুরি' তকমা পাওয়া সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপে আরেক কিংবদন্তি ক্যানেলো আলভারেজকে হারিয়ে ইতিহাস গড়েছেন এই ৩৬ বছর বয়সী বক্সার। লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৭০ হাজারের বেশি দর্শকের সামনে এই মুকুট অর্জন করেন ক্রফোর্ড। লাইট ওয়েট, মিডল ওয়েট সহ চার শ্রেণীতে একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশীপ জিতেছেন ক্রফোর্ড। সুপার ওয়েট ও ওয়েল্টার ওয়েটে ক্যাটাগরিত নকাউটে লড়াইয়ে টানা ৩১ ম্যাচে অপারজিত থেকে রিংয়ে নামেন এই আমেরিকান বক্সার। এর পরও এই হাইভোল্টেজ লড়াইয়ে ফেভারিট ভাবা হচ্ছিল আলভারেজকে। এই মেক্সিকানের রেকর্ডই তার পক্ষে কথা বলে। ৩৯ নকাআউটে হারের মুখ দেখেননি এই ৩৪ বছর বয়সী। সুপার মিডল ওয়েট ক্যাটাগরিতে ইতিহাসের একমাত্র...