এশিয়া কাপে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। আসর ভারতে হওয়ার কথা ছিল, রাজনৈতিক কারণে পাকিস্তান ভ্রমণ করতে চায়নি, তাতে সংযুক্ত আরব আমিরাতে চলে যায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে। ভারত-পাকিস্তান সবশেষ টি-টুয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০২৪ বিশ্বকাপে, ৬ রানে জয় পেয়েছিল রোহিত শর্মার দল। দুদলের শেষ ১০ টি-টুয়েন্টি দেখায় ৭ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ৩টিতে। এশিয়া কাপে টি-টুয়েন্টি সংস্করণে তিনবারের দেখায় দুই জয় ভারতের, এক জয় পাকিস্তানের। এবারের আসরে দুদলই দারুণ জয়ে শুরু করেছে। ওমানের বিপক্ষে ৯৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে পাকিস্তান। ভারত স্বাগতিক আরব আমিরাতকে মাত্র ৫৭...