পাঁচ বছরেরও বেশি সময় আগে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর মারা গেছেন। ২০২০ সালের ৬ জুলাই মারা যান এই শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পর তাঁকে কর পরিশোধ করতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়েছে, এই গায়কের মোট ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০০৫-০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে শিল্পীর কাছে পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা। এ বিষয়ে কাজী রেহমান সাজিদ মুন গণমাধ্যমকে বলেন, ‘এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনা কর তাঁর পরিবারের যাঁরা আছেন, তাঁদের ওপর বর্তাবে। এটা বকেয়া আছে বলেই চিঠি পাঠানো। আমাদের ডাটাবেজে তাঁর সম্পদ এখনও তাঁর নামেই আছে। তাই আমরা এন্ড্রু কিশোরের নামেই চিঠি...