মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেই পথে যেতে হবে এবং সবাইকে সেই সুযোগ দিতে হবে। ড. ইউনূস বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোক্তা হয়েছে, যদিও এদের কোনো আনুষ্ঠানিক তালিকা নেই। প্রযুক্তির কারণে এই সম্ভাবনা আরো বেড়েছে। প্রযুক্তি এখন মানুষকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, তাই এটিকে কাজে লাগানোর সময় এসেছে। আরো পড়ুন :শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল মো. ইউনূস বলেন, প্রতিটি মানুষকে তার সক্ষমতা অনুযায়ী যেখানে...