ডানপন্থী কর্মী টমি রবিনসনের ডাকা ‘ইউনাইট দ্য কিংডম’ নামে একটি সমাবেশ শনিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনে প্রায় ১ লাখের বেশি মানুষের জমায়েত ঘটে, যা যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ডানপন্থী বিক্ষোভগুলোর একটি।তবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, যাতে ২৬ জন পুলিশ সদস্য আহত হন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সমাবেশে ১ থেকে দেড় লাখের মতো মানুষ অংশ নেয়, যা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। লন্ডনের হোয়াইটহলে এই সমাবেশে অভিবাসনবিরোধী স্লোগান তুলছিলেন অংশগ্রহণকারীরা। পুলিশ যখন টমি রবিনসনের সমর্থকদের প্রায় ৫ হাজার পাল্টা বিক্ষোভকারীর থেকে আলাদা রাখতে চেষ্টা করছিল, তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, অনেক পুলিশ সদস্যদের ঘুষি মারা হয়, লাথি মারা হয় এবং বোতল ছুঁড়ে মারা হয়। চারজন পুলিশ গুরুতর...