ঢাকা: ন্যাটো সদস্যরাষ্ট্রগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলে মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর বিবিসি।নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলো যদি রাশিয়ার জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধে সম্মত হয়, তাহলে তিনি রাশিয়ার ওপর “গুরুত্বপূর্ণ ও বড় নিষেধাজ্ঞা” আরোপ করবেন। একই পোস্টে তিনি আরও প্রস্তাব করেন, চীনের পণ্যের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা উচিত, যা বেইজিংয়ের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে।এর আগে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিলেও মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করলে ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি। তিনি রাশিয়ার তেল কেনাকে “চমকপ্রদ” বলে আখ্যা দেন এবং...