যশোরের মনিরামপুরে এক বিধবার ঘরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায়। অভিযুক্ত নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বিধবা। তিনি বলেন, দুই বছর আগে স্বামীর মৃত্যু ও দুই সন্তান রেখে তিনি একমাত্র উপার্জন-সহায়তার জন্য খলিলুর রহমানের কাছে বারবার ভাতার কার্ড পাওয়ার চেষ্টা করেছেন। খলিলুর তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি ভাতার বইটি বাড়িতে পৌঁছে দেবেন। বিধবা জানান, ‘গত বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান ছেলের ভাতার বই নিয়ে আমার বাড়িতে আসেন। তিনি ঘরে ঢুকে...