রাজধানীর গেন্ডারিয়া ও কদমতলী থানায় ৬টি মাদক মামলা রয়েছে মোছা. জরিনা বেগমের নামে। তিনি থাকেন কদমতলী থানার শ্যামপুর বড়ইতলা রেললাইনের পাশে। রেললাইন এলাকায় মাদক বিক্রি করেন। শুধু জাহাঙ্গীর ও জরিনাই নন, রাজধানীজুড়ে অন্তত ৬৫১ মাদক কারবারি সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে ৩১৭ জন ভাসমান। কারবারিরা রাজধানীর ২৪৭টি স্থানকে মাদক বিক্রির হটস্পট হিসাবে গড়ে তুলেছেন। কোনো ধরনের রাখঢাক ছাড়াই এসব স্থানে দেদার বিক্রি হয় গাঁজা, ইয়াবা, হেরোইনসহ নিত্যনতুন মাদক। এমনকি কোথাও কোথাও ক্রিস্টাল, মেথ বা আইসের মতো ভয়ংকর মাদকদ্রব্যও বিক্রি হচ্ছে। পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের করা তালিকা থেকে পাওয়া গেছে মাদক কারবারি ও হটস্পটের উল্লিখিত তথ্য। তালিকায় দেখা যায়, ঢাকা মহানগর পুলিশের আটটি বিভাগের মধ্যে তেজগাঁওয়ে সবচেয়ে বেশি ৬৩টি মাদকের হটস্পট রয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৪৯টি, মতিঝিল বিভাগে ৪২টি, লালবাগ বিভাগে ২৬টি,...