নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। ফর্মটাও নেই আর আগের মতো। বাংলাদেশ জাতীয় দল যখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত, নাজমুল হোসেন শান্ত তখন খেলছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। তবে এই ঘরোয়া লিগেও তিনি ফর্মে ফিরতে পারলেন না। আজ থেকে শুরু হওয়া এনসিএলে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আবু হায়দার রনির বলে ক্যাচ দিয়ে ‘গোল্ডেন ডাক’ মারেন রাজশাহী বিভাগের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ৬০ রান তোলে রাজশাহী। সাব্বির রহমান ১৫ বলে ৩৩ আর মেহরব ৯ বলে ১৫* রান করেন। জবাবে ৩ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে...