দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও দারুণ চমক নিয়ে এসেছেন ভক্তদের জন্য। একসঙ্গে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে— একটি আসছে প্রেক্ষাগৃহে, আরেকটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি 'ফেরেশতে' সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে দেশের হলগুলোতে। এখনো ঠিক দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে জানা গেছে চলতি সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সের সূত্র বলছে, মুক্তির বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।এর মধ্যেই কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে’র পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘শিগগিরই আসছে।’ স্টার সিনেপ্লেক্সও জানিয়েছে, তাদের ছবিটি নিয়ে প্রযোজকদের সঙ্গে যোগাযোগে আছে।বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, পাত্র কে?এই ছবির পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। গল্পটি গড়ে উঠেছে সমাজের সুবিধাবঞ্চিত একটি পরিবারের মানবিক যাত্রা ঘিরে। ছবিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন...