বিসিবির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পরিচালকদের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। নির্বাচনের আগে বোর্ড কীভাবে পরিচালিত হবে, তার প্রক্রিয়াগত রূপরেখা নির্ধারণে শনিবার সভায় বসেন বিসিবির বোর্ড পরিচালকরা।বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বিসিবির বোর্ডরুমে হয় এ সভা। এতে নির্বাচনের সময়কার কার্যক্রম পরিচালনা, আসন্ন ইজিএম ও এজিএমের সম্ভাব্য সূচি এবং ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ক্রিকেট সংগঠকদের সম্ভাব্য কাউন্সিলর তালিকা নিয়েও আলোচনা হয়েছে।জানা গেছে, চূড়ান্ত করা হয়েছে বিসিবি নির্বাচনের তপশিল। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। ২৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল এবং সবকিছু ঠিক থাকলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচন হবে সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। তিনজন নির্বাচন...