দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এর অংশ হিসেবে রোববার থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, চাকসুর ২৬টি পদ এবং হলভিত্তিক ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে আগামী বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারির পর আর কোনো নির্বাচন হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই নির্বাচন হতে যাচ্ছে। গত ২৮ অগাস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের...