‘স্বাস্থ্য সকল সুখের মূল’Ñএই প্রবাদের আলোকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার কথা বলে। এই লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এর ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, টিকাদান কর্মসূচির সাফল্য, গড় আয়ু বৃদ্ধি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি অর্জিত হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যবিধি (ইউএইচসি) অর্জনের বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য প্রশাসন কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বিস্তৃত। দেশে বর্তমানে ৩০টি সরকারি এবং ৭৪টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া, বেসরকারি ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হাসপাতালগুলোও এ খাতে অবদান রাখছে। বাংলাদেশে স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ গত এক দশকে জিডিপির মাত্র ২% বা তারও কম, যা দক্ষিণ...