এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী সামরিক উত্তেজনার কারণে এবার ম্যাচ ঘিরে দেশজুড়ে বয়কটের ডাক উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন যে, ক্রিকেটাররা দেশবাসীর অনুভূতি ও আবেগের সঙ্গেই একাত্ম এবং তাদের পারফরম্যান্সেই সেই প্রতিফলন ঘটবে। ডেসকাট বলেন, ‘আশা করি আমাদের খেলার ভেতর দিয়েই বোঝা যাবে খেলোয়াড়রা দেশের জন্য কীভাবে অনুভব করে। আমি আবেগটা বুঝতে পারছি। তবে আমরা বিসিসিআই এবং সরকারের নির্দেশনা মেনেই চলছি। খেলোয়াড়রা নিশ্চয়ই ভারতীয় জনগণের অনুভূতি ও সহানুভূতি ভাগাভাগি করছে। ’ তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপ অনেকদিন অনিশ্চয়তায় ছিল। একসময় তো আমরা ভাবছিলাম টুর্নামেন্টই হবে না। পরে নিশ্চিত হওয়ার পরই প্রস্তুতির কাজে মনোযোগ দিই। ক্রিকেটের মাঠে আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। ’ প্রথম ম্যাচে...