১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম ঢাকার কেরানীগঞ্জে হেরোইনসহ মোস্তফা হাওলাদার (৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব-১০ এর মিডিয়া পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান,গোপন সংঘাতের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকোটিয়া চৌধুরীপাড়া এলাকায় শনিবার গভীর রাতে আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের হোতা মোস্তফা হাওলাদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হিলিতে গ্রামীণ সড়কে এলজিইডি’র অর্থায়নে নিম্নমানের কাজ! হাত দিয়ে তোলা যাচ্ছে কার্পেটিং ঢাকা সেনানিবাসে ব্যস্ততম দিন...