ঢাকা: হামাসের কাছে এখনও বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের পরিবারের দাবি, তাদের প্রিয়জনদের মুক্তির পথে সবচেয়ে বড় বাধা স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বন্দিদের জন্য গঠিত একটি ফোরাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলা দেখিয়েছে, শান্তিচুক্তি যতবারই এগোতে চেয়েছে, নেতানিয়াহু ততবারই তা নস্যাৎ করেছেন।”প্রসঙ্গত, গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহার একটি এলাকায় বিমান হামলা চালায়। হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলায় পাঁচ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়ে বলে বিশ্লেষকদের মত।শনিবার (১৩ সেপ্টেম্বর) নেতানিয়াহু বলেছেন, কাতারে হামাস নেতাদের ধ্বংস করলে ‘বন্দিদের মুক্তি এবং যুদ্ধে সমাপ্তি আনার প্রধান বাধা দূর হবে।’এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েল সফর করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা...