ঢাকার আকাশ আজ সারাদিন কেঁদেছে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি থামার নাম নেয়নি। রাস্তাঘাট ভিজে গেছে, কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে আছে। কিন্তু এই বৃষ্টির দিনে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন সেই মানুষগুলো, যাদের মাথার ওপরে নেই পাকা ছাদ-আছে শুধু আকাশ আর নিরাশার বোঝা। আর আছে ফুটপাতের দোকানদাররা, যাদের সংসারের চাকা ঘোরে প্রতিদিনের বেচাকেনার ওপর ভর করে। ছবি: মাহবুব আলম রমনা এলাকার ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে-প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা দোকান, তাতেও বৃষ্টির পানি ঢুকে ভিজিয়ে দিয়েছে জামা-কাপড়, খেলনা আর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। যে দোকানে দুপুরে খানিক ভিড় হতো, সেখানে আজ ক্রেতা নেই বললেই চলে। পাশেই এক দোকানদার দাঁড়িয়ে আছেন ছাতার নিচে, অসহায় চোখে তাকিয়ে আছেন তার ভিজে যাওয়া পণ্যের দিকে। ফুটপাতের দোকানদারদের এই দুঃখের সঙ্গী হয়ে আছেন রাস্তায় থাকা মানুষগুলো।...