৯৫ বছরের গেয়ার্ডা হামেল এখনো কাউন্টারের পেছনে দাঁড়ান। অনলাইন খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে লড়ছেন তিনি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তার ‘স্টকিং ড্রয়ার’ মোজার দোকান ধরে রেখেছেন তিনি। তার জীবন সাহস এবং দৃঢ় সংকল্পে ভরা। গেয়ার্ডা হামেলের বয়স ৯৫ বছর। তিনি একজন ব্যবসায়ী। এখনও অবসরের কথা ভাবছেন না উল্লেখ করে হামেল বলেন, ‘আমার শব্দভাণ্ডারে অসম্ভব বলে কিছু নেই। কোনো না কোনো পথ থাকেই। অবশ্যই এমন দিনও থাকে, যখন আমার বিছানায় থাকতে ভালো লাগে। কিন্তু আমার দোকান সবসময় আমাকে ডাকে।’ ফ্রাঙ্কফুর্টের কাছে বাড ন্যয়েহাইমে তার দোকান ‘স্টকিং ড্রয়ার’ অবস্থিত। এটির খরচ সাধ্যের মধ্যে। স্পা শহরটির বাসিন্দা ৩০ হাজারের মতো। তবে স্বাস্থ্যগত কারণে এবং বিনোদনের জন্য হাজার হাজার পর্যটক প্রতি বছর শহরটি ভ্রমণ করেন। গেয়ার্ডা হামেল সপ্তাহে ছয়দিন তার দোকান খোলা রাখেন। অনলাইনে বেচাকেনায় তিনি...