সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠজন পরিচয়ে চাকরি দেওয়া, পুলিশে বদলি করা, এমনকি পৌরসভার নির্বাচনে ইভিএম কারচুপির মাধ্যমে একাধিক কাউন্সিলর প্রার্থীকে নির্বাচিত ঘোষণা দেওয়ার ব্যবস্থা করার নামে অভিনব কৌশলে অন্তত ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অর্জুন সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অর্জুন সাহা লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সদস্য ও স্থানীয় আলেকজান্ডার পৌর ৪ নম্বর ওয়ার্ড শাহাপাড়ার বাসিন্দা সুরেশ সাহার ছেলে। জীবিকার তাগিদে এলাকায় একসময় বৃদ্ধ বাবার সঙ্গে পৌর আলেকজান্ডার বাজারের ফুটপাতে মুড়ির ব্যবসা করতেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠজন এবং জেলা কৃষক লীগের প্রভাবশালী সদস্য পদ কাজে লাগিয়ে এলাকায় ভয়ংকর প্রতারক হয়ে ওঠেন অর্জুন। প্রধানমন্ত্রীর এপিএসের কাছের মানুষ এবং প্রতারণার কৌশল হিসাবে দামী কালো রঙের প্রাডো জিপ নিয়ে ঢাকা থেকে এলাকায়...