১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম ইসরায়েলে হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের মুক্তি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জিম্মি ও নিখোঁজদের পরিবারগুলো অভিযোগ করেছেন, জিম্মিদের নিরাপদে ঘরে ফেরাতে ও শান্তি চুক্তিতে পৌঁছাতে একমাত্র বাধা হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পরিস্থিতি ইসরায়েলি-হামাস সংঘাতের জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে হামাসের পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মী নিহত হন। হামলার পরই জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে, “জিম্মিদের ঘরে ফেরাতে যখনই চুক্তির সম্ভাবনা দেখা দেয়, তখনই নেতানিয়াহু বাধা হয়ে দাঁড়ায়।” শুক্রবার ও শনিবারের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু জানিয়েছেন, কাতার থেকে হামাস নেতাদের নিমূর্লের মাধ্যমে জিম্মি মুক্তি ও যুদ্ধশেষে প্রধান বাধা দূর...