শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুতে শুধু সংগীত জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই। প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে ছবিসহ তার নামে একটি শোক বই। যেখানে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ থেকে সাধারণ ভক্ত অনুরাগীরাও। রবিবার সকাল থেকেই শোক বইয়ে বহুজনকে দেখা গেছে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে। জানা যায়, বেশ কিছুদিন ধরে কিডনিসহ আরো কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। শেষ কয়েক মাসে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়ে নিয়েছিলেন চিকিৎসা। সবশেষ চলতি মাসের ২ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার রাত সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে...