১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম কোটচাঁদপুরের ভুসিমাল ব্যাবসায়ী কামরুজ্জামান লিটনের করা মোটরসাইকেল চুরি মামলায় রিদয় হোসেন(২৫) নামে এক চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরসাইকেলটি।(১২ সেপ্টেম্বর রাতে আটকের পর শনিবার ১৩ সেপ্টেম্বর) দুপুরে আটক কৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক কৃত চোর কালীগঞ্জ থানার পারখিদ্দাহ গ্রামের ছামাদ হোসেনের ছেলে ।জানা যায়, মালিকের সামনে থেকে মটর সাইকেল নিয়ে পালাচ্ছেন চোর দেখার পরও ওই চোরকে রুখতে পারেননি মালিক গত ২৭ জুন শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটে কোটচাঁদপুর পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডে। মালিক লিটন তার ব্যবহৃত মটর সাইকেলটি চাবিসহ রেখে দোকানের শাটার আটকানোর সময় তার সামনে থেকেই মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোর। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় অজ্ঞাত...