কোনো রান ওঠার আগেই দুই উইকেট হারানো ক্রিকেটে নতুন কিছু নয়। শুধু আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো বিবেচনায় নিলেও এমন ঘটনা আছে ৯টি। তবে গতকাল আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের শূন্য রানে ২ উইকেট হারানোর ঘটনা এর মধ্যেও ব্যতিক্রম। সেই ব্যতিক্রম আবার স্বস্তিদায়ক কিছু নয়, বিব্রতকর। এশিয়া কাপের ম্যাচে গতকাল বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান আউট হন প্রথম ওভারের শেষ বলে। আরেক ওপেনার পারভেজ হোসেন ফেরেন দ্বিতীয় ওভারের চতুর্থ বলে। শূন্য রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশ দল ম্যাচে প্রথম রানের দেখা পায় তৃতীয় ওভারের দ্বিতীয় বলে। রান নেই, উইকেটও পড়েছে—এমন বিবেচনায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত দিন সবচেয়ে বাজে শুরু ছিল জিম্বাবুয়ের। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওভারে উইকেট হারানো জিম্বাবুয়ে টানা দু্ই ওভার মেডেন দিয়েছিল। অর্থাৎ, ইনিংসের প্রথম দুই ওভার মেডেন দিলেও...