নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে এ নিয়োগ শুধু ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর খেতাবই আনেনি, বরং তার পেছনে রয়েছে ‘জেন জি’ প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক অংশগ্রহণের এক অভিনব উদাহরণ।সুশীলা কার্কিকে নির্বাচিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনলাইন চ্যাটিং অ্যাপ ডিসকর্ড। প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর, ‘ইউথ অ্যাগেইনস্ট করাপশন’ নামে ডিসকর্ড সার্ভারে ১ লাখ ৩০ হাজারেরও বেশি সদস্য তাদের পরবর্তী নেতা নির্বাচনের জন্য অনলাইনে ভোটাভুটি আয়োজন করে। ডিসকর্ড মূলত গেমারদের জন্য তৈরি হলেও, মহামারীর সময় বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা বাড়ে এবং এটি রাজনৈতিক এবং সামাজিক আলোচনার প্ল্যাটফর্মে রূপ নেয়।ডিসকর্ড সার্ভারগুলোতে ব্যবহারকারীরা টেক্সট, অডিও ও ভিডিও চ্যানেলে আলোচনা করতে পারে। একাধিক চ্যানেলের মাধ্যমে তারা...