এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক-তাসকিন আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে গেছেন দৃঢ় কণ্ঠে। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করে লিটন দাসের বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে পরে বড় ধাক্কাই খেয়েছে টিম টাইগার্স। লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরে খেলার পথ কঠিন হলেও আশা ছাড়ছে না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে। জবাবে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ে নোঙর করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সঙ্গে ৬ উইকেটের হারে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেট রানরেট। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ- প্রত্যেকের পয়েন্ট ২। কিন্তু নেগেটিভ নেট রানরেটের কারণে (-০.৬৫০) লিটনের দল ‘বি’ গ্রুপে...