এদিকে শনিবার বিকালে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে রোববার থেকে এই তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাস নিয়ে তিন দিনের কর্মসূচি ফের রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। পঞ্চম দিনের মতো ফরিদপুরের ভাঙ্গার উপর দিয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। তারা মহাসড়কের ওপর গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে দুটি মহাসড়ক আবরোধ করে রেখেছে। এদিকে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকসীকাথা এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখে। এ সময় দুই মহাসড়কের উভয় যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে শুরু করে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে মহাসড়কে গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এতে ঢাকার সাথে পদ্মাসেতু হয়ে দক্ষিণাঞ্চলের...