শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় প্রয়াত হন দেশের কিংবদন্তী লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। বৃষ্টির কারণে কিছুটা সময় বিলম্ব করে দুপুর ১২টার পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শিল্পীর মরদেহ। এদিন মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন অগুণতি মানুষ। শ্রদ্ধা জানাতে এসে গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, ফরিদা পারভীন একজন শিল্পীর চেয়েও বড় কিছু। বিশেষ করে লালনগীতিতে উনি যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। লালনের গানের যে আবেদন তার কণ্ঠে ফুঁটে উঠেছে, তার মতো করে কেউ পারেনি। তার প্রয়াণে আমাদের মিউজিক ইন্ডিস্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার মতো শিল্পী পেতে কত দশক লাগবে জানি...