৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষীরা। এর মধ্যে মামলার বাদীসহ চারজন সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে স্বেচ্ছায় তাদের ওপর চাপ প্রয়োগ করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগ করেছেন। জানা গেছে, আওয়ামী লীগ সরকার এ মামলার বাদীসহ বেশ কয়েকজন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে। তারা তখন নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনীর শেখানো বক্তব্য পেশ করেন। ট্রাইব্যুনালে তাদের শেখানো বক্তব্য রেকর্ড করে এর ভিত্তিতে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই সাক্ষীদের মধ্যে একজন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারও রয়েছেন। যিনি এ মামলার বাদী। এছাড়া সেসময় সাঈদীর পক্ষে ট্রাইব্যুনালে সত্য সাক্ষ্য...