বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের লাশ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষের মনে। ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি উপদেষ্টা...