স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ না তুলে নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নারী কারাবন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষ কারাবন্দিদের সাজার মেয়াদ এটির চেয়ে...