বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ফরিদা পারভীনের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুজন শোক প্রকাশ করছেন। গুণী শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন সুপারস্টার শাকিব খানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান লিখেছেন, লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ওস্তাদ গাজী আব্দুল হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার সকালে ফরিদা পারভীনের মরদেহ ‘অচিন পাখি’ নামে গানের স্কুলে নেওয়া হবে। এরপর সকাল ৯টায় তেজকুনি পাড়া...