ঢাকা: রাশিয়ার ভেতরে আবারও দীর্ঘপথ অতিক্রম করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পারম ক্রাইয়ের গুবাখা শহরে অবস্থিত মেটাফ্র্যাক্স কেমিক্যালস প্ল্যান্টে একটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে।রুশ সংবাদমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের তোলা ভিডিওর বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। পারম ক্রাই রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,৮০০ কিলোমিটার গভীরে অবস্থিত, যা রাশিয়ার অভ্যন্তরে অন্যতম দূরবর্তী হামলার ঘটনাগুলোর একটি। কিয়েভ ইনডিপেনডেন্ট।পারম ক্রাইয়ের গভর্নর দিমিত্রি মাখোনিন জানিয়েছেন, একটি শিল্পপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল মেটাফ্র্যাক্স কেমিক্যালস প্ল্যান্ট—যা অ্যামোনিয়া, ইউরিয়া এবং মেলামিন উৎপাদনের অন্যতম বৃহৎ কারখানা।রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কেউ হতাহত হয়নি এবং কারখানাটি এখনো সচল রয়েছে। উল্লেখযোগ্যভাবে, মেটাফ্র্যাক্স প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ও ইউক্রেনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।এছাড়া শনিবার ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয় রাশিয়ার লেনিনগ্রাদ ওব্লাস্টের কিরিশি তেল শোধনাগার।...