ভারত-পাকিস্তানের ম্যাচে যুগ যুগ ধরেই থাকে লড়াইয়ের ভেতর অনেক লড়াই। অনেক বছর ধরেই যেমন ম্যাচের আগে ভিরাট কোহলিকে নিয়ে অনেক ছক কষতে হয়েছে পাকিস্তানকে। এবার সেই ঝামেলা নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট। ভারতের আরেক গ্রেট সুনিল গাভাস্কারের ধারণা, কোহলি না থাকায় এবার অন্তত কিছুটা স্বস্তির পরশ পাবে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে রোববার দুবাইয়ে। গ্রুপ পর্বের ম্যাচ হলেও যথারীতি এই ম্যাচ নিয়ে আলোচনা-উত্তেজনা চলছে তুমুল। এই লড়াইয়ে না থেকেও যেন আছেন কোহলি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবু এই লড়াইয়ে আগে উঠে আসছে তার নাম। দুই দলের সবশেষ লড়াইয়ের নায়কও ছিলেন কোহলিই। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে তার অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছিল ভারত। দুই...