রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। রোববার বিকেলে এই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, তালিকা প্রকাশের আগে বিকেলে সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করবে প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ। নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাকসু নির্বাচনে ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার...