উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।প্রযুক্তির কারণে বড় ধরনের সুযোগ আসছে। প্রযুক্তি আমাদের বিশ্বের সঙ্গে সব কাজে যুক্ত করে দিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিকেএসএফকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব অনেক শক্ত। দারিদ্র্য নিরসনে বাংলাদেশের যে প্রস্তুতি অন্য কোনো দেশে এ রকম হয়েছে কি না মনে হয় না। একেবারে গোঁড়ােত গিয়ে মানুষের সঙ্গে কাজ করা। সেটার যথেষ্ট কাজ হয়েছে, সবাই মিলে করেছে। তিনি বলেন, যে স্টেজে এসেছে এখন একেবারে বড় আকারে যাওয়ার...