রোববার (১৪ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন যে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে, দুটি ইউনিয়নের সমস্যা, কিন্তু কয়েকটা জেলার যাতায়াত ব্লক করে দিয়েছে। আগে যে সংসদীয় আসনে ছিল, সেটা ভেঙে আরেকটি সংসদীয় আসন দেওয়া হয়েছে। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা হলো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনই এটা করেছে। তারা সবাই বসে এটা নির্ধারণ করেছে। এখন এটা নিয়ে ওই এলাকার লোকজনের ভেতর যদি কোনো ক্ষোভ থাকে, সেটা তারা যথাযথ জায়গায় জানাবে। কিন্তু এটার জন্য একটা ইস্যুর ভেতরে নিয়ে আসা কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত নয়। জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এ দুটি ইউনিয়নে কতজন লোক, কতজন ভোটার, আর লাখ লাখ লোককে কিন্তু জিম্মি...