লালন সাঁইজির ‘সত্য বল সুপথে চল’ গানটি বদলে দেয় শিল্পীর জীবনের বাঁক। স্বাধীনতার বছরখানেক পর কুষ্টিয়ার ছেঁউরিয়াতে দোল পূর্ণিমার উৎসবে গুরু মোকছেদ আলীর অনুরোধে এই গানটি পরিবেশন করে নিজের মধ্যে ভেতরে এক ধরনের অনুরণন অনুভব করেন বলে ভাষ্য ছিল তার। এরপর আর থেমে থাকেননি তিনি, চলেছেন লালনের পথে। হয়ে উঠেছেন লালন কন্যা। বলছি লালন ফরিদা পারভীনের কথা। ১৩ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে গেছেন তিনি। আজ ঢাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে সেই কুষ্টিয়ায়, যেখানে তার বেড়ে ওঠা। যেখানে তার শিল্পী জীবনের সকল জৌলুসের মন্ত্রণাদাতা লালনের আবাস। রাজধানী ঢাকা অনেককিছু দিয়েছে তাকে। তবে এই শহর তাকে ধরে রাখতে পারেনি। তিনি ফিরে গেলেন তার বাবা-মা ও গুরু লালনের টানে সেই কুষ্টিয়াতেই। যেখানে তার শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলো জমে আছে। তিনি জীবদ্দশায়...