রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপ করতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেইজিং ট্রাম্পের এমন আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে। খবর এনডিটিভিচীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না। এ অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে।চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে দেখা করার পর লুব্লিয়ানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।ওয়াং ই বলেন, যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই চীনের। কারণ চীন সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তিনি আরও বলেন, ‘চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা...