উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি ‘বেপরোয়া শক্তি প্রদর্শন’ শেষ পর্যন্ত ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।এএফপি জানায়, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেজু দ্বীপ উপকূলে যৌথ মহড়া চালাবে। এতে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।কিম ইয়ো জং কেসিএনএতে দেওয়া এক বিবৃতিতে মহড়াকে ‘বিপজ্জনক ভাবনা’ আখ্যা দিয়ে বলেন, আমাদের সীমান্ত ঘেঁষে এই বেপরোয়া শক্তি প্রদর্শন অনিবার্যভাবে তাদের নিজেদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।পিয়ংইয়ং বরাবরই এই ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে সমালোচনা করে আসছে।...