প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন,“মানুষ কারও অধীনে চাকরি করার জন্য আসেনি। প্রত্যেক মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের দায়িত্ব হলো সবার জন্য সেই সুযোগ তৈরি করা।”মুহাম্মদ ইউনূস আরও বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রযুক্তি এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। প্রযুক্তি এখন মানুষকে সারা বিশ্বের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, তাই এটি কাজে লাগানোর এখনই সঠিক সময়।তিনি আশা প্রকাশ করে বলেন, পিকেএসএফ নতুন ভবন থেকে নতুন যাত্রা শুরু করবে এবং প্রত্যেক মানুষকে তার নিজের সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক...