মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ফোরাম, মালদ্বীপ’। শনিবার সন্ধ্যায় রাজধানী মালের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন ‘সাংবাদিক ফোরাম, মালদ্বীপ’-এর সভাপতি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাদের ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা। সভায় দেশটিতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের প্রশংসা করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন। তিনি বলেন, “সাংবাদিক ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ কাজের কোন বিকল্প নেই। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে তেমন...