এশিয়া কাপে আজ ‘বিগ ম্যাচ’। মুখোমুখি ভারত-পাকিস্তান। এ টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজ জিতে সালমান আগারা প্রস্তুত। কিন্তু সেটা কি সূর্যকুমারদের হারানোর জন্য যথেষ্ট? দুদলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। হাইভোল্টেজ ম্যাচে কোন দল জিতবে, তা ঠিক করে দেবে এই পাঁচ খণ্ডযুদ্ধ। ভারতীয় সহঅধিনায়কের দলে সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএল, ইংল্যান্ড সিরিজের পর এশিয়া কাপেও আগুন ঝরাতে চান গিল। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নয় বলে ২০ রান করে তার ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে শাহিন আফ্রিদি ভালো ফর্মে ছিলেন না। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভরসা দিয়েছেন। ক্রমশ ফর্মে ফিরছেন। ওমানের বিরুদ্ধে ২০ রান দিয়ে এক উইকেট পেয়েছেন। টি ২০তে ভারতের আশা-ভরসা হয়ে উঠতে পারেন সূর্যকুমার। আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। ওপেনিংয়ে অভিষেক ও গিলের পর...